সংবাদ বিজ্ঞপ্তি : সাতক্ষীরার দেবহাটা খশিষাখালী ভূমিহীন জনপদে গণহারে চাঁদাবাজী ও সন্ত্রাসী রাম-রাজত্বের প্রতিবাদে শহরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টায় জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে পৌরসভার সামনে এ পথসভা স্থানীয় ভূমিহীন নেতা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি হায়জাল আলী, সাধারণ সম্পাদক শুকুর আলী, জেলা ভূমিহীন সমিতির নেত্রী খুকুমণি খাতুন, পৌর ভূমিহীন সমিতির নেত্রী গুলশান আরা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, জেলা ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে কতিপয় ব্যক্তি খলিষাখালী জনপদে বসবাসকারী লোকদের কাছ থেকে লাখো লাখো টাকা নিয়ে পকেটস্থ করছে। এমনকি তারা সাধারণ ভূমিহীন ব্যক্তিদের জমির ইজারা পাইয়ে দেওয়ার নামে টাকাও নিচ্ছেন এবং কয়েকটি ঘের দখল করতে ঐ কতিপয় ব্যক্তি তৎপর।
এছাড়াও সাতক্ষীরা শহরের কতিপয় ভূমিহীন নামধারী ভূমিদস্যু নেতা-নেত্রী ওদের সাথে সমন্বয় রেখে একই কাজ করছে। অবিলম্বে তাদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তরা আরও বলেন, আগামীতে জেলা ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে কোনো ব্যক্তি ভূমিহীন জনপদে গিয়ে লোকদের কাছে টাকা চাইলে তাৎক্ষিক তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য জনমানুষকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নীরতা পালন করেন বক্তারা।