সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা থানা পুলিশের অভিযানে ৫ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) গ্রেফতারকৃত আসামিদের
বিজ্ঞ আদালতে পাঠানা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কালাম, গংগারামপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামী মোঃ লাভলু মোড়ল, কুমিরা (পশ্চিম ) গ্রামের ইনতাজ সরদার এর পুত্র মোঃ মোসলেম সরদার, মাদরা গ্রামের অমূল্য মন্ডলের পুত্র নিয়মিত মামলার আসামী প্রশান্ত মন্ডল এবং বারুইহাটি গ্রামের মাদক মামলার আসামী জি,এম,নূরুজ্জামান মিলন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করা হয়।