সাতক্ষীরা তালা প্রতিনিধি (সাইদুর রহমান আকাশ) :
সাতক্ষীরা তালা উপজেলা খেশরা ইউনিয়নে আফাজ মোড়লের স্ত্রী জাহানারা বেগম ইং- ১৬/১১/২০২২ তারিখে সকাল ১১টার দিকে কিছু টাকা ও মূল্যবান জিনিস নিয়ে বাড়ি থেকে চলে যায় ।
জাহানারা বেগমের বাবা আব্দুল সাত্তার মোড়লের সাথে কথা বলে জানা যায়, তিনি তাদের বাসা থেকে ভাটাই চলে গেছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু টাকা পয়সার বিষয়ে কিছু বলতে পারেনা, এছাড়া পাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে যে জাহানারা বেগম পরকীয়া সম্পর্ক করত এর আগেও অনেক জনের কাছ থেকে বিয়ের ছলনা করে টাকা হাতিয়ে নেয়।
এ পর্যায়ে জাহানারা বেগমের স্বামী আফাজ মোড়ল জানান, তার ঘরে ছাদ দেওয়ার জন্য প্রায় দেড় লাখ টাকা মতো রাখছিল, সেটা নিয়ে তার স্ত্রী জাহানার বেগম পালিয়ে চলে যাই।
হাফেজ মোড়ল এ বিষয়ে পুলিশ ক্যাম্পে একটা লিখিত অভিযোগ করেছে।