ভ্রাম্যমান প্রতিনিধি (মারুফ আহমেদ ব্রাইট) : সাতক্ষীরার তালায় খুলনা-পাইকগাছাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহত সাজ্জাদ আলী সরদার(৫০) পাটকেলঘাটার আমানুলাহপুর গ্রামের সেমতুল্য সরদারের পুত্র। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে তালার খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহি বাস খুলনা-জ-০৫-০০২২ উপজেলার শাহাপুর নামক এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন ওই বাসটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ১ জন যাত্রী ঘটনস্থলে নিহত ও ৮ জন যাত্রী আহত হন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মনিমোহন ঘোষ জানান, সড়ক দুঘর্টনার সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহতরা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।