সাতক্ষীরা তালা প্রতিনিধি (শেখ সিরাজুল ইসলাম) : সাতক্ষীরা তালা উপজেলার শাহজাতপুর গ্রামে আজীম মোড়ল (৪) নামের এক শিশুর ইফতারি রান্নার কড়াইতে পড়ে করুণ মৃত্যু হয়েছে।
মৃত আজিম মোড়ল তালা উপজেলার বালিয়া গ্রামের ইসমাইল মোড়লের ছেলে। মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে গিয়ে গত (২২) রমজান ইফতারি রান্নার কড়াইতে পড়ে শিশু আজিম মোড়ল গুরুতর দগ্ধ হয়। তার শরীরের বেশিরভাগ অংশ মারাত্মকভাবে সিদ্ধ হয়ে যায়। গুরুতর অবস্থায় পথমে শিশু আজিমকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অপারগতা প্রকাশ করে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
এরপর খুলনা ২৫০ শয্যা হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়া হয়। শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনদিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল সকাল ৯ টায় তার মৃত্যু হয়।
ঐদিন রাত দশটায় অ্যাম্বুলেন্সে শিশু আজিম মোড়লের মৃতদেহ গ্রামের বাড়ি পৌঁছালে রাত এগারোটায় তাদের পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে তাকে দাফন করা হয়।
মৃত শিশু আজিম মোড়লের পিতা অতি দরিদ্র ও একজন দিনমজুর, তিনি দিনমজুরের উদ্দেশ্যে ঢাকায় থাকেন বলে প্রতিবেশীরা জানান। শিশু আজিম মোড়লের অকাল ও করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।