1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
December 5, 2024, 11:11 pm
শিরোনাম
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ পুত্র সন্তানের বাবা হলেন টাইগার মোস্তাফিজ ঝালকাঠির রাজাপুরে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকণ্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়ায় প্রধান শিক্ষক আনছার আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ সাতক্ষীরার নারীরা কিভাবে স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে পারে তার প্রশিক্ষণ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে নবাগত আইজিপি বাহারুল আলম রোববার দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি আগামী ১৯শে জানুয়ারি রাষ্ট্র মেরামত না করেই বিদায় নিলে তরুণ প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামীতে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, সাতক্ষীরায় ডা: শফিকুর রহমান ঝালকাঠির রাজাপুরে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে সিসিএ গ্রুপের অরিয়েন্টেশন যশোরের কেশবপুরে সেই অবৈধ ইটভাটা রোমান ব্রিকসটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন এ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল  ‘কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়’, পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক- ০১ নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা ওসি’র সাথে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ গত চারদিনে ভারত থেকে আমদানি করা হয়েছে ৪১০ মেট্রিক টন চাল

সাতক্ষীরায় চা বিক্রেতা মৃত ইয়াসিন আলীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার পূর্বক প্রধান আসামি জাকির গ্রেপ্তার

  • আপডেট সময় Sunday, September 4, 2022

সাতক্ষীরা জেলা প্রতিনিধি (নুরুজ্জামান) : সাতক্ষীরা জেলার সদরে মাত্র ২০ হাজার টাকার জন্য চা দোকানী ইয়াছিন আলীকে জবাই করে হত্যা করা হয়। আটক হওয়া হত্যাকান্ডের প্রধান আসামি জাকির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা করার কথা স্বীকার করেছেন। রোববার সকাল ১০টায় র‌্যাব-৬ সাতক্ষীরা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে:কর্ণেল মোস্তাক মোর্শেদ এ কথা জানান।

আটক জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের পুত্র। সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বিবাহ করে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল বলেও জানান তিনি।

র‌্যাব জানান, ভিকটিম খুনির পূর্ব ব্যবসায়িক পার্টনার। ব্যবসার সুবাদে খুনি ভিকটিমের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলো। কয়েকবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করে নাই। যে কারণে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগষ্ট রাত ৯টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে ঘর উঠানোর কাজ করার কথা বলে নিয়ে আসে ইয়াছিন আলীকে। রাত গভীর হলে সুযোগ বুঝে আনুমানিক ১২ টার দিকে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ মারে।

ইয়াছিন আলী মাটিতে পড়ে গেলে তখন এলোপাতাড়ী কুপিয়ে ইয়াছিনের শরীর হতে মস্তক আলাদা করে অভিযুক্ত জাকির হোসেন। পরবর্তীতে মাথাবিহীন মৃত দেহ টেনে রাস্তার পার্শ্বে পানিতে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার দুরে ব্রিজের নিচে ডোবার মধ্যে মাথা ফেলে যায়। পরের দিন ৩১ আগষ্ট এলাকার লোকজন রাস্তায় পার্শ্বে পানিতে লাশ পড়ে আছে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাথাবিহীন লাশের হত্যাকারী সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকা থেকে ০৪ সেপ্টেম্বর হত্যাকারী জাকির হোসেনকে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে মাথাবিহীন লাশের মাথা উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews