সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) : ১৭ এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর নির্দেশে কালিগঞ্জ উপজেলার পিরোজপুরে অপরিপক্ক আম জব্দ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজহার আলী।
এ সময় কালীগঞ্জ থানা পুলিশ ও সাংবাদিক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ীরা গাছ থেকে বিভিন্ন প্রজাতির অপরিপক্ক কাঁচা আম পেড়ে ভ্যান যোগে পিরোজপুরে নিয়ে আসে ট্রাকে তোলার উদ্দেশ্য। বিপুল পরিমাণে আমের মধ্য থেকে টক আমের কাটুন ছেড়ে দিয়ে, গোপাল ভোগ, ন্যাংড়া ,হিমসাগর আম জব্দ করে রেখেন। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ও ইউপি সদস্য আকবর আলীর উপস্থিতিতে অপরিপক্ক আমগুলি বিনষ্ট করা হয় ।
এদিকে রাত দশটার দিকে আরো একটি আমের বড় চালান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকা থেকে সাংবাদিক নামধারী দুই ব্যক্তির সহযোগিতায় ট্র্যাকযোগ পালিয়ে গেছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।
১৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন করতে আম ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় অপরিপক্ক আম পাড়া নিষেধ ও আমপঞ্জি বিষয়ে সিদ্ধান্তের পরেই কিছু আম ব্যবসায়ীরা চোরাই পথে ঢাকা সহ অন্যান্য স্থানে আম নিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে। এই সমস্ত ব্যবসায়ীদের কারণে সাতক্ষীরা জেলার আমের সুনাম নষ্ট হতে বসেছে।