সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : কালীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে নভেম্বর ২০২২ইং শনিবার কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শ্যামনগর কালীগঞ্জের সহযোগী মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ সময় অনুষ্ঠানের সভাপতিতো করেন আহ্বায়ক সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ শেখ জামিনুর রহমান (সুমন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ অ্যাডভোকেট সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট শ্রী জামিনী কান্ত সরকার, মোঃ শাহজাহান আলী সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রমজান আলী সদস্য সহযোগ মুক্তিযোদ্ধা সংসদ, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মাস্টার তাপস কুমার পাল সভাপতি সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ শ্যামনগর উপজেলা, এ সময় সকল অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বারবার একটা কথাই তুলে ধরেন যে তারা যেন সরকারিভাবে সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় এজন্য জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।