সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামে পূর্ব শত্রুতার জেদ ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ সেলিনা খাতুন কে মারপিট করে জখম করেছে। আহত সেলিনা খাতুন মাথায় চারটি সেলাই নিয়ে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ টার দিকে এ বিষয়ে বাজার গ্রামের মোঃ ফারুক হোসেন কালিগঞ্জ থানায় এজাহের দায়ের করেন।
ফারুক হোসেনের অভিযোগ সূত্রে জানা গেছে, তাদের গৃহপালিত দুটি মুরগি শিল্পী খাতুনের বাড়িতে গেলে তারা লাঠি দিয়ে আঘাত করে মুরগি মেরে ফেলে, এই বিষয়ে সেলিনা খাতুন প্রতিবাদ করায় শিল্পী খাতুনের সাথে ফারুক হোসেনরে স্ত্রী সেলিনা খাতুনের বিবাদ ও ঝগড়া বাদে তারই যের ধরে নয় ডিসেম্বর সকাল ১০ টার দিকে আসামিরা বেআইনি জনতা দলবদ্ধ হয়ে ধারালো দা লাঠি রড নিয়ে ফারুক হোসেনের বসতবাড়ি উঠানে প্রবেশ করে সেলিনা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে তার মাথায় জোরালো আঘাত করে তার কাছে থাকা স্বর্ণালংকার কেড়ে নেয় শ্লীলতাহানি করে সে রক্তাক্ত জখম হয়, তাকে মারাত্মক আহত অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ফারুক হোসেন বাদী হয়ে উপজেলার বাজার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জাকির হোসেন আব্দুর রাজ্জাক তার কন্যা লিপি সুলতানা শিল্পী খাতুন কালিগঞ্জ থানায় মামলা করে, মামলা নম্বর ১০ তারিখ ১০ ১২ ২০২২ ধারা ১৪৩ ৪৪৭ ৪৪৮ ৩২৩ ৩২৬ ৩৬০ ৩৬৯ ৩০০ ২৫৪ ৪২৭ ৫০৬ ১১৪ পেনাল কোড রুজু করা হয়,আসামিরা মামলা তুলে নিতে বাদীর কে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, এ ঘটনায় বাদী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।