সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও ব্রাক ওয়াশ কর্মসূচির আওতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা ও হাত ধোয়ার কলাকৌশল দেখানোর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাঙ্গণ থেকে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি বাইর হয় পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার কলা কৌশল দেখানো ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ব্রাক ওয়াশ কর্মসূচি সংগঠক করণ রায়, ব্রাক কালিগঞ্জ শাখার ম্যানেজার প্রভাত মিত্র, কর্মসূচি সংগঠক গোপেন চন্দ্র রায় ও আসাদুজ্জামান প্রমূখ।
জানা গেছে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ব্রাক ওয়াশ কর্মসূচির আওতায় কালিগঞ্জ উপজেলায় ৫০টি স্কুল ও মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২০০০০ সাবান বিনামূল্যে বিতরণ করা হয়েছে।