সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) : নওয়াবেকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া/সুকুমার বৃত্তির চর্চা ও সুস্থ্য শারিরিক বিকাশ বিষয়ক কর্মকাণ্ডের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৭.৩০ মিনিটে নওয়াবেকী গণমূখী ফাউন্ডেশন এর পক্ষে মহান ভাষা শহীদদের সম্মানে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক জি এম মোকলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কৈশোর কর্মসূচি’র মর্জিনা পারভীন বেবি, কালিগঞ্জ শাখায় হিসাবরক্ষক প্রশিক্ষণার্থী রেদওয়ানুল ফেরদৌস রনি সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।