সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠ চত্বরে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সরকারি, বেসরকারি, কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধি স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও মহিলা সমিতি, থানা প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার সময় শোভাযাত্রা শেষে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ফিতা কেটে এ মেলার উদ্বোধনী ঘোষণা করেন। এরপর তিনি মেলা প্রাঙ্গনে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টল পরিদর্শন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব প্রফেসর ডঃ আ ফ মো রুহুল হক। তিনি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে এখন মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে। তাই আবারও বঙ্গবন্ধু কন্যাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্ষমতায় বসাতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারি কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম পমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।