সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) : মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতেঅভিনব পাতানো ফাঁদে ফেলে ৩’শ পিস ইয়াবা সহ হাফিজুল ইসলাম(২২) নামে ১মাদক চোরা কারবারিকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের খারহাট গ্রামের প্রেমচন্দ্র হালদারের বাড়ির সামনের রাস্তা হতে তাকে হতে থাকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটককৃত মাদক কারবারি হাফিজুল ইসলাম উপজেলার খারহাট গ্রামের আব্দুল গাফফার গাজীর পুত্র। সে দীর্ঘদিন যাবত বাড়ির পাশে সীমান্তবর্তী কালিন্দী নদী দিয়ে পাশবর্তী ভারত হতে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেআসছিল।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি) পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ জানান কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-উপরিদর্শক শিমুল এবং সহকারী উপ-পরিদর্শক মাইনুল ইসলাম অভিযান চালিয়ে হাতেনাতে ৩শ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় ১টি মাদকআইনে মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ২৩।