সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (রেজওয়ান আহমেদ) : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ শাখার উদ্যোগে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় উত্তর কালিগঞ্জ কাকশিয়ালি সেতু সংলগ্ন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ হিন্দু মহাজোটের সহ-সভাপতি শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ আমিয়ান মঠের ব্রহ্মচারী শিশির মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, শুকদেব রায়, সুকৃতি বসাক, রনি বিশ্বাস, দুলাল হালদার, তাপস মন্ডল, স্বপন শর্মা, বিক্রম পাত্র, মুকুল বিশ্বাস, সিদাম বিশ্বাস, ভোলানাথ সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গোপাল সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যার যার অবস্থান থেকে তৃণমূল শীতার্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।