সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরার কালিগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের দুই সদস্য আটক হয়েছে।
শনিবার (৯ জুলাই) রাতে যশোর ও ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের পর তাদের নিকট থেকে উদ্ধার হয়েছে লুণ্ঠিত মালামাল।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, গত ৩১ মে গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। এসময় ডাকাত চক্র বাড়ির গ্রীল কেটে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এর মধ্যে সর্বশেষ শনিবার রাতে তার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আনছার মোল্যার ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) যশোর থেকে এবং শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে আবু বক্কর সিদ্দিককে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাত দলের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের নিকট একটি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুলসহ ডাকাতি কাজে ব্যবহৃত গ্রীল কাটার যন্ত্র, একটি গাছি দা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।