মানবচিত্র ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ টি এয়ারগানসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় মুহাম্মদ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানার নেতৃত্বে ০৪/০৭/২০২৫ খ্রিঃ তারিখে রাত ০১.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ) তাপস কুমার ঘোষাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে কালিগঞ্জ থানাধীন ০৫ নং কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামস্থ ১নং আসামীর বসতবাড়ি ও কৃষ্ণনগর গ্রামস্থ ০২ নং পলাতক আসামীর বসতবাড়ি হতে ০২ টি এয়ারগান ও এয়ারগানের সরঞ্জামাদিসহ ধৃত আসামী- ১। মোঃ শেখ রেজাউল কবির(৪৭), পিতা- মৃত আলহাজ্ব আবুল শেখ, , সাং- মহৎপুর, থানা- কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।
পলাতক আসামী- ২। লেয়াকত হোসেন (৫০), পিতা-ইছামউদ্দিন, সাং-কৃষ্ণনগর, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা।
ধৃত আসামীর বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০৪/০৭/২৫, ধারা- 25B(1) (b) The Speical Power Act 1974 দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।