অনলাইন ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম(সেবা) এর সার্বিক তত্ত্বাবধানে এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা’র নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে, এস আই গোবিন্দ আকর্ষণ, এএসআই মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স সহ কালিগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে গত ইং ২৬/০৬/২০২১ তারিখ অফিসার ও ফোর্সের সহায়তায় কালিগঞ্জ থানাধিন চালতেবাড়িয়া এলাকা থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়। ইং ২৭/০৬/২০২১ তারিখ আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।