নিউজ ডেস্ক : কালিগঞ্জে এক কেজী স্বর্ণ, প্রাইভেটকাসহ দুই ব্যাক্তি আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় দিকে ভাড়াশিমলা ইউনিয়নের কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের হিজলা মোড় নাম স্থানে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে স্বর্ণ প্রাইভেটকারসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১‘শ ১০ গ্রাম স্বর্ণ ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ ৪৩-১৭৬৭ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্যে ৬১ লাখ ৮৭ হাজার ১শত ৭৮ টাকা।
আটককৃত স্বর্ণ ব্যবসায়ি ঢাকার কোতওয়ালী গোয়াল নগর বাজারের পাশে হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ (৫৫) ও তার গাড়ির ড্রাইভার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাকড়া গ্রামের হরিদাসের ছেলে তপু দাস (২৮)।
আটকের পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শেখ ইয়াছিন আলী এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বড় একটি সোনার চালান অবৈধ পথে ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থার করছিল।
এসময় প্রাইভেটকারে তলশী চালিয়ে দুটি ভাগে বিভক্ত ১ হাজার ১‘শ ১০ গ্রাম স্বর্ণ দুটি মোবাইলসহ দুই ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যাক্তি একজন স্বর্ণ ব্যবসায়ি বলে দাবি করেন। এবিষয়ে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে স্বর্ণ চোরাকারবারী সুব্রত ঘোষ ও তার গাড়ির ড্রাইভার তপু দাসকে আসামি করে থানায় মামলা হয়েছে।
আকটকৃত সুব্রত ঘোষ সাংবাদিকদের বলেন, তিনি ঢাকার তাঁতি বাজার থেকে যশোর মনিরামপুর এলাকার ভেনাস জুয়েলার্সের মালিক জনৈক গোবিন্দ ঘোষের কাছে স্বর্ণ দিতে এসেছিলেন। পথ ভুলে কালিগঞ্জে চলে এসেছে। ঢাকায় তার নিজস্ব একটি স্বর্ণের দোকান রয়েছে তিনি একজন ব্যবসায়ি।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আসামিরা সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতে স্বর্ণ পাচারের জন্য এসেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করছে। জব্দকৃত স্বর্ণের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি আসামিরা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারার অপরাধে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ২১ তারিখ ১৪/০১/২০২১ ইং।