সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : সাতক্ষীরার কালিগঞ্জে শিশুকে বলাৎকারের মামলার আসামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (আমিন) এর তত্ত্বাবধানে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শিশু বলৎকার মামলার আসামি রুহুল আমিন মোড়ল (৪৫) কে গ্রেফতার করে। সে উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত কেতাব আলী মোড়লের পুত্র। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে লম্পট রুহুল আমিন মোড়লকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, লম্পট রুহুল আমিন পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ৩১ অক্টোবর সন্ধ্যায় সে মুকুন্দপুর গ্রামের প্রবাসী শেখ আব্দুস সাত্তারের পুত্র রাকিবুল হাসানকে পারুলগাছা জনৈক ব্যাক্তির আম বাগানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে। রাকিবুল হাসান মুকুন্দমধু সূদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।