সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০১টি ভুমিহীন পরিবারের মধ্যে পাকা ঘর দিয়েছেন। পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫৬টি বীর নিবাস ঘরের কার্যক্রম নির্মানাধীন রয়েছে।
কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিনাজ হোসেন খান জানান, কালিগঞ্জ উপজেলা ভুমিহীনদের একটি ঘর নির্মানের জন্য ২ লক্ষ ৫৯ হাজার পাঁচ শত টাকা বরাদ্দ মোট ৫কোটি ২১ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হবে এবং বীর নিবাসের প্রতি ঘরের জন্য ১৪ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। এতে ৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হবে। ইতি মধ্যে ভুমিহীনদের ৬০% ও বীর নিবাসের ৪০% কাজ সমাপ্ত হয়েছে। বাকী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে ভুমিহীনরা পাকা ঘর পেয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
এদিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত অজিহার রহমান এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল উদ্দীন গেজেট নং-১১৮৬, তিনি জানান ৯নং সেক্টরে হাবিলার তোয়াক্কাল হোসেনের নেতৃত্বে যুদ্ধ করেন। তিনি স্বাধীনতার ৫০ বছরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলেছে ঠিক তখনই তার মহৎ উদ্যোগের কারণে অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা বীর নিবাস ৪ কক্ষ বিশিষ্ট পাকা ভবন পাওয়ায় খুবই খুশি।