সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সাতক্ষীরা জেলা জজ কোর্টের আইনজীবী ও আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সরদার আমজাদ হোসেন আর নেই। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। (ইন্না—লিল্লাহে…….. রাজিউন)।
তিনি মৃত্যু কালে ১পুত্র,২ কন্যা, স্ত্রী সহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নে নারায়নপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি শিক্ষা জীবন শেষ করে সাতক্ষীরার জর্জকোটে দীর্ঘদিন যাবৎ আইনজীবি পেশায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহল সমবেদনা জ্ঞাপন করেছে।