সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বের) বেলা ১১ টায় স্কুলের হলরুমে ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা পারভিন।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, অত্র স্কুলের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, শিক্ষক এস এম গোলাম রহমান, অভিভাবক শাহ আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ল্যারেটরী স্কুলের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান। পরে শ্রেনী উত্তীর্ণ ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও শিক্ষার্থীরা।