সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহেমদ) : সাতক্ষীরার কালিগঞ্জে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় স্কুলের ক্যাম্পাসে প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাহিত্যিক মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী হাইস্কুলের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, সহ সভাপতি আছিয়া রহমান, সদস্য মাষ্টার আকবর হোসেন, সদস্য আফসার উদ্দিন সরদার, অভিভাবক শশ্মান কুমার সরকার, অভিভাবিকা শিখারানী সরদার, শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক জি এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাদেরসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক, শিক্ষকমণ্ডলী, সুধীমন্ডলী, শিক্ষর্থী।