সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি : বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ বোতল ভারতীয় এলএসডি (মাদক) উদ্ধার করা হয়েছে। অপরদিকে ঘোনায় আটক করা হয়েছে এক কেজি গাঁজাসহ একব্যক্তিকে।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ১১ জুলাই সকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে মাদক পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে কাকডাঙ্গা বিওপি হতে নায়েব সুবেদার সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় এলএসডি, ২টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মো. তরিকুল ইসলাম (৪২) নামের একজনকে আটক করে। আটক তরিকুল ইসলাম কলারোয়ার কাকডাঙ্গা এলাকার মো. আব্দুর রশিদের ছেলে। ধৃত মো. তরিকুল ইসলাম মাদকদ্রব্য পাচার ও মারামারিসহ আরও ৪টি ফৌজদারি মামলার আসামী ও চোরাচালানী মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করত: পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিজিবি ক্যাস্পের সদস্যরা এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রাত সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মজনুর রহমান (৩৮)। সে ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের জাহানারা বেগমের ছেলে।
বিজিবি জানায়, তারা গোপন সংবাদ পায় যে, একজন মাদক ব্যবসায়ী বৈকারী সীমান্ত থেকে কিছু পরিমান গাজাসহ ঘোনা অভিমুখে আসছে। ১১ জুলাই রাত সাড়ে নয়টার সময় একটি ভাড়াটিয়া মোটরসাইকেল যোগে ঘোনা বিজিবি ক্যাম্পের সামনে উপস্থিত হলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে স্বক্ষম হয়। এবং তার কাছথেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।
এ ব্যপারে ঘোনার চেয়ারম্যান আব্দুল কাদের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি সত্য। এছাড়াও ঘোনা বিজিবি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।