সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি (মুহাম্মাদ নাজির হোসেন) :
পাবনা জেলায় হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলায় দশজন আহত ও একজন নিহতের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা জেলা হেযবুত তওহীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা কলারোয়ায় ২৭ আগস্ট সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেযবুত তাওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১০ আহত ও একজন নিহত সুজন হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা হেযবুত তাওহীদ এর আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।এস এম ফিরোজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সভাপতি নুরে আলম, এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর সভাপতি শামীম হোসেন, দৈনিক বজ্র শক্তি পত্রিকার খুলনা ব্যুরোচীপ এস এম ফিরোজ, কলারোয়া উপজেলা সভাপতি সেলিম খান, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ফিরোজা খাতুন।
সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আজহারুল ইসলাম রন্জু।
এ সময় বক্তারা বলেন হেযবুত তাওহীদ আন্দোলন জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই করে যাচ্ছে এই লড়াইকে থামিয়ে দেয়ার জন্য জঙ্গি গোষ্ঠীর মদদ দাতারা সাধারণ মানুষকে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে গুজব সৃষ্টি করে হেযবুত তওহীদের কার্যক্রম কে থামিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এরই ধারাবাহিকতায় পাবনায় হেযবুত তওহীদ আন্দোলনের কার্যালয় সন্ত্রাসীরা হামলা চালায় এতে ১০ জন আহত ও একজন সদস্য সুজন নিহত হয়েছে।
বক্তারা আরো বলেন সুজন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না রাষ্ট্রের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে রাষ্ট্রের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।