সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী ও ২ ফেনসিডিল ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, থানার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা শুক্রবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ বছর সাজাপ্রাপ্ত আসামী গোছমারা গ্রামের মৃতঃ জহির উদ্দীনের ছেলে ছমর উদ্দীন(৩০)কে গ্রেফতার করেন। অপর অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ কাদপুর গ্রামের সাহেব আলী(৪২) ও চান্দুড়িয়া গ্রামের আঃ সালাম(৩১) কে আটক করা হয় । এ ছাড়া অভিযানকালে গ্রেফতারকৃত ৫ ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন, মোছাঃ রেক্সনা বেগম, মোশারফ(৩৫), মিকাইল ইসলাম(২৬), সুরাজ মন্ডল ও কওছার আলী(৩৫)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।