সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি (নাজির হোসেন) : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত কমিটির আয়োজনে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মিলিতায়ন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রথমে নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম সহ শিক্ষক সহ শিক্ষক বৃন্দ।
আলোচনায় মাদ্রাসার উন্নয়নের জন্য ভবন নির্মাণ, শিক্ষার মান বৃদ্ধি ছাত্র ছাত্রী পাশের হার বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রস্তুতি বিষয়ক আলোচনা উঠে আসে। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষিত জনবল তৈরীতে বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা বিশেষ ভূমিকা পালন করে আসছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত মাদ্রাসা নবগঠিত মেনেজিং কমিটির সভাপতি জনাব আসাদুর ইসলাম, মাদ্রাসা সুপার এবং সদস্য সচিব নুরুল ইসলাম, অভিভাবক সদস্য মনিরুজ্জামান, অভিভাবক সদস্য হায়দার আলী অভিভাবক সদস্য গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য রোজিনা খাতুন, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান, দাতা সদস্য সাইফুদ্দিন, সহ মৌলভী ইউসাক আলি, সহ শিক্ষক হাবিবুর রহমান, সহমৌলবি মোঃ আব্দুর রাজ্জাক, সহ শিক্ষক জিএম জাহাঙ্গীর হোসেন, সহ শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ, সহ শিক্ষকা শাহানারা পারভেজ, সহ শিক্ষিকা ফাতেমা খাতুন, সহ শিক্ষিকা রেনুকা পারভিন, সহ শিক্ষক বি, পি, এড দিন কুমার মন্ডল, শহিদুল আলম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বর, জুনিঃ শিক্ষক ফজলুর রহমান, কারি আতিউর রহমান, জুনিঃ মৌলভী মোহাম্মদ আমানুল্লাহ বিদ্যুৎ সদস্য মোঃ রফিকুল ইসলাম।