সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি (মুহাম্মদ নাজির হোসেন) : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই হতে ২৯ জুলাই সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ পালনে কলারোয়াতেও এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া জাতীয় মৎস্য উৎযাপন কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কলারোয়া প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি অফিসার সাইফুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, কলারোয়া থানা পুলিশের প্রতিনিধি এস আই রঞ্জন কুমার, কলারোয়া মাছ বাজার কমিটির সভাপতি এনায়েত খাঁন টুনটু।
অনুষ্ঠানে সেরা মংস্য উৎপাদনকারীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষিবৃন্দ।
সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাশ।