সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি(এম এ জামান) : আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সাতক্ষীরার কলারোয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে ডাকবাংলা রোড়স্থ এমআর ফাউন্ডেশন মাকেটের দ্বিতীয় তলা ব্যাংক ভবনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ ও ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিন্সিপাল অফিসার মো: ইলাহী মিয়াসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানের শীতার্ত মানুষেরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানমূখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন তারা।
অনুষ্ঠানে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ, কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান।