নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর বেলী গ্রামের সরকারি খাল থেকে বালি উত্তোলন করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে ঠিকাদার মিনহাজ হাজীর বিরুদ্ধে।
রামকৃষ্ণপুর বাজার থেকে মাদ্রা নিউ মার্কেট অভিমুখে পিচের রাস্তা তৈরির কাজ চলছে। এই রাস্তা তৈরি কাজ করছেন কলারোয়া উপজেলার মিনহাজ হাজী নামের এক ঠিকাদার। মিনহাজ হাজী সরকারি নিষেধাঙ্গাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি খাল থেকে রাতের অন্ধকারে নিয়মিত বালু উত্তোলন করছেন। বালু উত্তোলন যেখানে সম্পন্ন নিষেধ সেখানে ঠিকাদার মিনহাজ হাজী অদৃশ্য ক্ষমতা খাটিয়ে সরকারি খাল থেকে বালি উত্তোলন করেছেন।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সরকারি খালকে নিজের মনে করে অবৈধ বালি উত্তোলন করে গ্রামের মানুষকে বিপদে ফেলছেন এই ঠিকাদার।
এলাকাবাসী আরো বলেন, কলারোয়া নির্বাহী অফিসার তাদের বালু উত্তোলনে নিষেধ করলে তারা মেশিন এক পাশ থেকে তুলে নিয়ে অন্য পাশে গিয়ে আবার মেশিন লাগিয়েছে।
এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস জানান, অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলন করলে তাদের ছাড় দেওয়া হবে না। এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত ঠিকাদার মিনহাজ হাজীর সাথে কথা বললে তিনি বলেন, আমি এ কাজের ঠিকাদার না, আমি শুধু দ্বায়িত্বে আছি। তবে মেশিন তুলে নেওয়া হবে বলেও তিনি জানান।
আগের জায়গা থেকে মেশিন তুলে আবার নতুন করে একই খালের অন্য পাশে মেশিন লাগানো হয়েছে, এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার মিনহাজ হাজী কোন উত্তর দেন নি।