সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : কলারোয়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সরদার জিল্লুর রহমান, নির্বাহী সদস্য শিক্ষক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও আসাদুজ্জামান আসাদ।
সাধারণ সদস্য হাসান মাসুদ পলাশ, আবু রায়হান মিকাইল, মনিরুল ইসলাম মনি ও অহিদুজ্জামান খোকা।
সিনিয়র সাংবাদিক হাসান মাসুদ পলাশ একই সাথে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও সহযোগী সদস্য পদ প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, হাবিবুর রহমান সোহাগ, দেবাশীষ চক্রবর্তী, শেখ রাজু রায়হান ও জুলফিকার আলি।