1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
October 6, 2024, 7:56 am
শিরোনাম
সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক- ১ সাতক্ষীরা সদর ও তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল: ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অলসতা করবো শেষ, বেকার মুক্ত বাংলাদশ: স্লোগানে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ডুয়েটে আইপিই বিভাগের অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক- ২

সাতক্ষীরায় ডাকাতি, চুরি-ছিনতাই ও প্রতারণার ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার পূর্বক মালামাল উদ্ধার

  • আপডেট সময় Friday, July 8, 2022

প্রেস বিজ্ঞপ্তি : ডাকাতি, চুরি-ছিনতাই ও প্রতারণার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার এবং লুষ্ঠিত মালামাল উদ্ধার সংক্রান্তে ০৮-০৭-২০২২ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্স ড্রিল সেড প্রাঙ্গণে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা একটি সীমান্তবর্তী শহর। সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী থানাগুলোতে অপরাধ প্রবনতার হার তুলনামূলক ভাবে একটু বেশি। সাতক্ষীরা জেলা পুলিশ উক্ত অপরাধমূলক কার্যক্রম নিবারন কল্পে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সকল জেলার মতো সাতক্ষীরা জেলায় চুরি-ডাকাতি, প্রতারণা এবং ছিনতাই এর মতো ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় অপরাধ মূলক কার্যক্রম বা চুরি-ডাকাতি, প্রতারণা এবং ছিনতাই এর মতো ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং লুষ্ঠিত মলামাল উদ্ধার কল্পে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), পুলিশ সুপার, সাতক্ষীরা’র সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মীর আসাদুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার, সদর সার্কেল, স, ম, কাইয়ুম, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা, মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, মোঃ বাবুল আক্তার, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাতক্ষীরাসহ অন্যান্য কর্মকর্তা এবং থানা ও ডিবি পুলিশের চৌকস টিম সাতক্ষীরা জেলা শহরসহ পার্শ্ববর্তী যশোর, খুলনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় ডাকাতির একটি ঘটনায় কলারোয়া থানার মামলা নং-২৯, তাং-২০/০৬/২০২২খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর হওয়ার পর মামলার তদন্তভার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া থানা, সাতক্ষীরা নিজেই গ্রহণ করেন। মামলার রহস্য উদ্ঘাটন পূর্বক আসামী গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর তত্ত্বাবধানে মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা’র নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া থানা, সাতক্ষীরাসহ থানায় কর্মরত অফিসার ফোর্স বিভিন্নস্থানে রাতভর সাড়াশি অভিযান পরিচালনা করেন।

তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ আশরাফুল মোল্লা (৪০), পিতা- মৃত শওকত মোল্লা, মাতা- আনোয়ারা বেগম, সাং- চাঁদকাটি, থানা-তালা, ২। মোঃ শারিফ হোসেন(২৫), পিতা-মোঃ শহিদুল হোসেন, মাতা-রোকেয়া খাতুন, সাং-রাজনগর, থানা-সাতক্ষীরা সদর, ৩। মোঃ মোসলেম শেখ(৪৫), পিতা- মৃত তারা চান শেখ, মাতা-মৃত কুলসুম বেগম, সাং- বকচারা, থানা- সাতক্ষীরা, ৪। মোঃ আতাউর রহমান বাবলু(৪২), পিতা- মোঃ মোজাম্মেল হক, মাতা- জেলেখা খাতুন, সাং- ডুমুরতলা, থানা- সাতক্ষীরা সদর, ৫। মোঃ রবিউল হোসেন@রবি(৩৫), পিতা- মোঃ হোসেন গাইন, মাতা- মর্জিনা খাতুন, সাং- বকচারা, থানা-সাতক্ষীরা সদর, সর্ব জেলা-সাতক্ষীরা, ৬। মোঃ সাইদুল গাজী(২৫), পিতা- মোঃ মিজানুর গাজী, মাতা- জরিনা বেগম, সাং- সরলগোপালপুর, থানাপাইকগাছা, জেলা-খুলনাদের গ্রেপ্তাতার করা হয় এবং তাদের হেফাজত হতে নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল :
১। একটি স্বর্নের টিকলি, ২। একটি স্বর্ণের আংটি, ৩। একটি ধারালো দা, ৪। লুষ্ঠিত একটি itel মোবাইল ফোন, ৫। একটি Nokia মোবাইল ফোন, ৬। নগদ-২২,৫০০/-টাকা, ৭। একজোড়া স্বর্নের রুলি, ৮। একটি হাসুদ দা, ৯। একটি ধারালো দা, ১০। একটি ছোরা, ১১। একটি লোহার চাপাতি ও ১২। একটি গাছি দা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews