সাতক্ষীরা কলারোয়া প্রতিনিধি (মুহাম্মদ নাজির হোসেন) : সাতক্ষীরার কলারোয়ায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন এর নেতৃত্বে পক্ষ থেকে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
২৩ জুন বিকাল ৫ টায় উপজেলা পাবলিক ইনস্টিটিউট এর মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কলারোয়া পৌর সভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রবিউল আলম মল্লিক, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জয়নগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বক্তারা আওয়ামী লীগের ৭৩ বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে দক্ষিণবঙ্গের মানুষের আশা স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে কর্ণফুলী টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।