অনলাইন ডেস্ক : আশাশুনি রবাগত ওসি হিসেবে নজরুল ইসলাম যোগদান করেছেন। সাথে সাথে ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বিদায় নিয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় আশাশুনি থানা অফিসার্স ইনচার্জ হিসেবে নজরুল ইসলাম যোগদান করেছেন।
প্রসঙ্গত. নজরুল ইসলাম দীর্ঘদিন আশাশুনি থানার এসআই পদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদোন্নতি পেয়ে সাতক্ষীরা সদর থানায় ওসি তদন্ত’র দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আবারো পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ ওসি হিসেবে গত ২০ আগস্ট তাকে আশাশুনি থানায় পদায়ন করা হয়। অজ্ঞাত কারনে তিনি যোগদান না করলেও অবশেষে সোমবার রাত সাড়ে ৮টায় তিনি আশাশুনি থানায় ওসি হিসেবে যোগদান করেছেন। সাথে সাথে ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী দায়িত্ব হস্তান্তর করেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওসি বিশ্বজিৎ কুমার অধিকারীকে আপাতাত সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।