সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আব্দুর রশিদ) : সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৭১ টেলিভিশনের ১ম বছর পেরিয়ে ২য় বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
৩১ শে জানুয়ারি শুক্রবার বিকালে সাতক্ষীরার সংগীত মোড়ে অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা প্রতিনিধি মিহিরুজ্জামান ও স্টাফ রিপোর্টার মো.হাফিজ এর আয়োজনে কেক কেটে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৭১ টেলিভিশনের ক্যামেরা পার্সন মো.জাহিদুল ইসলাম (জাহিদ), জনপ্রিয় অনলাইন নিউজ বাংলা ৭১ টেলিভিশনের শ্যামনগর উপজেলা প্রতিনিধি খান আকবার হোসেন,আব্দুর রহমান ইউটিউবার, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো.আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,ভূমিহীনের সভাপতি মো.আশরাফুল ইসলাম জহুরুল কবির দৈনিক সাতনদী পত্রিকার মেকআপম্যান, কবি রুবেল হোসেন বার্তা সম্পাদক দৈনিক সাতনদী,মো.উইনুচ খুলনার সময়ের রিপোর্টার সাতক্ষীরা,মো.আব্দুর রশিদ এনএন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক সাতনদীর পত্রিকার স্টাফ রিপোর্টার, তিনি বলেন সাংবাদিকতা একটা মহান পেশা সবাই সত্য সাংবাদ দিবেন।তাই যতো বাধা আসলেও সত্যের সাথে থাকবেন মিথ্যার কাছে মাথা নত করবেন না। মো.আলামিন হোসেন,রিজাউল ইসলাম,ইমান আলি দৈনিক সাতনদী সহ আরও অনেকে।
৭১ বাংলা টিভির স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাব বলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৭১ টেলিভিশন আর্ত মানবতার সেবায় সব সময় নিয়োজিত থাকবে। রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, দুর্নীতি, স্বজনপ্রীতি, অসংগতি যেখানেই পরিলক্ষিত হবে।জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ৭১ টেলিভিশন সেখানে ট্রেস করে তার কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে সে সব সংবাদ সকলের মাঝে তুলে ধরবে বলে আশা ব্যক্ত করেন।