সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) : আনন্দঘন পরিবেশের মধ্যে সাতক্ষীরা পদ্মা উৎসব উদযাপন কমিটির আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) বিকাল ৫ টার ম্যানগ্রোভ সভাঘরে বাংলা সাহিত্যে পদ্মা নদী এর মূল প্রতিপাদ্য উৎসব উদযাপন কমিটির আহবায়ক কবি মন্ময় মনির এর সভাপতিত্বে পদ্মা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রফেসর বাসুদেব বসু, বিশিষ্ট প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কবি শেখ নুরুল ইসলাম, কবি কিশোরী মোহন সরকার।
কবি গাজী শাজাহান সিরাজ ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদ্ম উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব গুলশান আরা, আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এম সুশান্ত, সাতক্ষীরা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ট্যুরিজম এর গবেষক আকবর হোসেন, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি কে পদ্ম উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পদ্ম উৎসব বইয়ের মোড়ক উন্মোচন করেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বাংলা সাহিত্যে পদ্মা নদী আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি সাহিত্যিক, সাংবাদিক, লেখক, শিক্ষকবৃন্দসহ পদ্মা উৎসব উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।