নিউজ ডেস্ক : দৈনিক ভোরের পাতা সাতক্ষীরার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।
মঙ্গলবার (১৩ জুলাই) সিবি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনাগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, জনাব সদরুল কাদির শাওনের অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। করোনার মরণ থাবায় অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ। সদা হাসিখুশি, প্রাণোচ্ছল, আবেগময় এবং কাজের প্রতি নিষ্ঠাবান একজন সাংবাদিক সহকর্মীকে আমরা হারালাম। সাতক্ষীরা জেলা পুলিশ তার কর্মজীবনে একসাথে কাজ করার স্মৃতিকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। মহান আল্লাহ পাক তার পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।
উল্লেখ্য, সাংবাদিক সদরুল কাদির শাওন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের একজন ছাত্র ছিলেন। ছোটকাল থেকেই ডানপিটে স্বভাবের। নেশা হিসেবে যোগ দেন সাংবাদিকতায়। নিজেই তিল তিল করে গড়ে তুলেছিলেন দৈনিক আলোর যাত্রা পত্রিকা, নিজেই সম্পাদক ও প্রকাশক। সাতক্ষীরা ড্রিংকিং নামে পানির একটি ব্যবসাও ছিল তার। এছাড়াও এই মহামারী করোনায় রেসকিউ টিমের একজন গর্বিত সদস্য হিসাবে নিরলস ভাবে কাজ করেছে শাওন।
মেধার মুল্যায়ন হিসেবে গত ১৪ই ফেব্রুয়ারীতে দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক ড.কাজী এরতেজা হাসান নিজেই তাকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেন। কিছুদিন পূর্বে করোনা পজিটিভ হয়ে প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।