চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : সরকার বিরোধী প্রপাগান্ডার প্রতিবাদ করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার চন্দনাইশের কাঞ্চননগরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আমিন আহমেদ চৌধুরী রোকন অভিযোগ করেন- গত ৭ মে রাতে সন্ত্রাসী গোলাম আজাদ শিশুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাসায় হামলা চালায়। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গোলাম রসুল বাবুল, গোলাম পেয়ারু, মোস্তাকিম এলাহী তাকিন, ওমর ফারুক ওরফে গরু ফারুক অস্ত্রের মুখে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আসবাপত্র ভাঙচুর করে। নগদ ১৫ লাখ টাকা ছিনতাই করে। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি এজাহার দায়ের করি।
তিনি অভিযোগ করেন- অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সরকার বিরোধী নানান প্রচারণা করে আসছে। গত ৭ মে রাতে বিভিন্ন এলাকায় সরকার বিরোধী আপত্তিকর পোস্টার সাঁটানোর সময় গোলাম আজাদ শিশুসহ কয়েকজনকে ধৃত করি আমিও দলের কয়েকজন নেতা কর্মী। এসময় ভবিষ্যত এধরণের কাজ করবে না বলে ওয়াদা করার পর ছেড়ে দেয়া হয়। পরে সহযোগীদের নিয়ে রাতেই আমার বাড়িতে হামলা করে।