কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে শাহজাহান (৪০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যান শাহজাহান।
মারা যাওয়া শাহজাহান চট্টগ্রাম পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেক ছেলে।
ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, আজ (মঙ্গলবার) ভোরে পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন শাহজাহান। সকাল ১১টার দিকে লাবণী পয়েন্টে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যান তিনি। দুপুর দেড়টার দিকে দায়িত্বরত লাইফগার্ড এবং আমাদের বিচ কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ হাসপাতলের মর্গে রয়েছে। সেখানে পরিবারের সদস্যরাও রয়েছেন। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।