সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : নিজেই করোনার টিকা নেওয়ার সাথে সাথে দলের নেতা কর্মী সহ সবাইকে সাচ্ছন্দ্যে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা জেলার সভাপতি কাজী মারুফ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে তিনি করোনার টিকা গ্রহন করেন।
এসময় তিনি বলেন, একটা উৎকণ্ঠা থাকে যে ভ্যাকসিন কেমন হবে। কিন্তু আমি তো ভ্যাকসিন নিয়েছি। আমার কাছে মনে হয়েছে, ভ্যাকসিনটা অত্যন্ত নিরাপদ এবং আমি ব্যতিক্রম কোনো কিছু অনুভব করিনি। ব্যথাও অনুভব করিনি। ভ্যাকসিন নেওয়ার পরও আমার মধ্যে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া নেই। ফলে ভ্যাকসিন নিয়ে যেসব অবাস্তব কথাবার্তা, তার অবসান হওয়া দরকার।
এছাড়াও তিনি সুস্থ থাকতে দলীয় নেতাকর্মী সহ সকলকে স্বপরিবারে করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।