অনলাইন ডেস্ক : সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতদসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল-২০২৩’ পাস করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়।
বিলে বলা হয়েছে, দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বোর্ডে তালিকাভূক্ত হতে হবে। তালিতাভূক্ত প্রতিষ্ঠানকে সরকার বা ক্ষেত্রমত বোর্ড কর্তৃক সময় প্রদত্ত আর্থিক প্রণোদনা, ঋণ, অনুদান, কারিগরি সুবিধা বা অনুরূপ অন্য কোন সুবিধাদি গ্রহণ করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু র স্বপ্নলালিত সোনার বাংলা গঠনে কর্মক্ষম ও মেধাবী জাতিগঠনে পুষ্ঠিসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন অনস্বীকার্য। শিশুসহ সকল মানুষের সুষম পুষ্টিমানসম্পন্ন খাদ্য হিসাবে দুধের কোনো বিকল্প নেই।
রেজাউল করিম বলেন, বর্তমানে দেশে ক্ষুদ্র ও মাঝারি ডেইরি খামারের পাশাপাশি ইতোমধ্যে একাধিক বৃহৎ ডেইরি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ডেইরি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসা সেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১-এর লক্ষ্য অর্জনে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ডেইরিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধজাত পণ্যের বহুমুখীকরণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি পৃথক ও বিশেষায়িত কর্তৃপক্ষ সৃষ্টি হলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে খামার ব্যবস্থাপনার উন্নয়ন, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য হিসাবে এর সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। এসব কারণে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন-২০২৩’ শীর্ষক বিলটি প্রণয়ন করা হয়েছে।
সূত্র : বাসস।