আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুনবর্ধনে। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই গুনবর্ধনের নিয়োগ হল।
৭৩ বছর বয়সী গুনবর্ধনে শুক্রবার (২২ জুলাই) শপথ নেন। প্রেসিডেন্টের দফতরের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য হিন্দু’ এ খবর জানিয়েছে। দীনেশ গুনবর্ধনে শ্রীলঙ্কায় রাজাপক্ষের ঘনিষ্ঠ পরিচিত।
এর আগে, দীনেশ গুনবর্ধনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আজ শুক্রবার (২২ জুলাই) পূর্ববর্তী সরকারের সদস্যদের নিয়ে তার মন্ত্রিসভার শপথ নিতে চলেছেন।
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে রাজধানী কলম্বোতে সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে বিক্ষোভকারীরা যেসব তাবুতে থাকতেন সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা দ্বীপ রাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে তিন মাসেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েকজন বিক্ষোভকারী সেনাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে।
বিক্রমসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন। বিক্রমসিংহে ইতিমধ্যেই দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনও এ ব্যাপারে কোনও সদুত্তর দেয়নি।