খুলনা জেলা প্রতিনিধি : খুলনায় জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
সোমবার (১৫ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক শেখ আঃ গনি, খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ আবু সুফিয়ান বিশ্বাস, খুলনা মহানগর সভাপতি শেখ শাহিন সহ রকিবুজ্জামান (পিন্টু),শাহরিয়ার খান (সবুুজ), মনিরুজ্জামান (নয়ন), কমলেশ বাবু, ইরানী নাজনীন প্রমুখ।