অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে মা নূর বানুকে (৫৫) কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ফেলে দেয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছেলের নাম ফারুক হোসেন (৩৫)।
শুক্রবার ভোরে পৌর শহরের নিজপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। ফারুক ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিজপাড়া এলাকার নূর বানু দুই সন্তানের জননী। তিনি এক ছেলে ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। আরেক ছেলে মনির ঢাকায় শ্রমিকের কাজ করে। ফারুক মানসিকভাবে কিছুটা অসুস্থ। সে তার মাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মা- ছেলে তাদের ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়ে।
শুক্রবার ভোরে কোন এক সময় ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও আঘাত করে ফারুক তার মাকে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পাশের ভোগাই নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা মা নূর বানুর রক্তাক্ত মরদেহ নদীতে ভাসতে দেখে।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। এ সময় ছেলে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি বছির আহমেদ বাদল।