শেরপুর জেলা প্রতিনিধি (মোঃ সাইদুর রহমান আপন) : ১৩ জানুয়ারি শুক্রবার শেরপুর সদর উপজেলার পৌর এলাকার মির্জাপুর নামক স্থানে সন্ধ্যা সাড়ে সাত টার দিকে ট্রাক ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন । নিহত পিতার নাম রফিকুল ইসলাম (৩৫), পুত্র রাব্বি(১০)। নিহত পিতা পুত্রের বাড়ি নালিতাবাড়ির উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে । রফিকুলের পিতার নাম মৃত জালাল উদ্দিন । অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি ।
আহত তিনজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে। আহতরা হলেন রাজনগর এলাকার মুহাম্মদ আলী (৬০), সিএনজি চালক হাবিব (৩৫), ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্দা এলাকার দশম শ্রেনীর শিক্ষার্থী সৌমিক শুভ চন্দ্র পাল (১৫)।হতাহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল ।
ঘটনাস্থল ,পুলিশ, ফায়ার সার্ভিস ও আহত নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে , উল্লেখিতরা সবাই সিএনজি (ময়মনসিংহ – থ ১১-১১৩০) যোগে শেরপুর থেকে বাড়ীতে ফিরছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে চাল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৬৪১৪) শেরপুর আসতেছিল । ঘটনাস্থলে পৌছার সময় ওই দুই যানবাহনের অতিরিক্ত গতি থাকায় মুখোমুখি সংঘর্ষে এই দুঃখজনক ঘটনা ঘটে ।
স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে । খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস মির্জাপুর থেকে হতাহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে আনেন । পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি বছির উদ্দিন বাদল বলেছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।