সংবাদ বিজ্ঞপ্তি : শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সকালে খুলনা রোড মোড় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমদুল আলম বিবিসি’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ মকসুর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম শফি, পৌর শ্রমিক লীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগ নেতা জাকির হোসেন টিটু, পৌর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রুবেল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাবুল হোসেন, গাউস আলী, অলিউর রহমান মুকুল মোসলেম আলী বাবুল হোসেন শিমুল হোসেন সাখাওয়াত হোসেন ফিরোজ হোসেন সাইফুল ইসলাম ইসমাইল হোসেন সেলিম সহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। কিন্তু বিএনপি জামায়াতচক্র দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ওই চক্রটি যদি আবারো অগ্নি সন্ত্রাসের চেষ্টা করে। জাতীয় শ্রমিকলীগ তা প্রতিহত করবে। তাদের প্রতিহত করতে জাতীয় শ্রমিকলীগ সব সময় প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে। আগামী সাংসদ নির্বাচনকে ঘিরে যাতে জামায়াত-বিএনপি চক্র কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সে বিষয়ে শ্রমিকলীগের সকল সদস্যকে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।