সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার (১৭ মে) আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
বুধবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসানের সঞ্চালনায়
এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা খায়রুল্লাহ আরাফাত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি অবিনাশ কুৃমার, সিটি কলেজ ছাত্রনেতা তৌকির আহমেদ, সরকারি কলেজ ছাত্রনেতা রিপন, আশিক, সাকিল, মির্জা ইব্রাহিম, অর্পি, পৌর ১নং ওয়ার্ডের সভাপতি কাজী মুনতাসীর আহমেদ সাধারণ সম্পাদক মিথুন ৩নং ওয়ার্ডের সভাপতি সামিউর রহমান সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল সাধারণ সম্পাদক শামিম ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ সাধারণ সম্পাদক সুজন ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি মু ক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান টেকনিক্যাল কলেজের সভাপতি শাফিন সাধারণ সম্পাদক নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের পাশাপাশি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক নানা সংকট নিয়ে কথা বলা এবং মতামত দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনার পরিচিতি বাড়ছে।