সাতক্ষীরা জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার (৪ জুন) বিকাল ৫ ঘটিকায় নিউ মার্কেট চত্বরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক এর সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বলিষ্ঠ উপস্থিতি সহ বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি(এমপি), সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃনজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.কাজী এরতেজা হাসান (সিআইপি), সহ-সভাপতি আবু আহমেদ, শেখ সাইদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, আ হ ম তারেক উদ্দিন, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।
এছাড়াও সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা যে ভাষায় স্লোগান দেয় সেটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এর মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এই ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মত পাহারা দিতে হবে।
বক্তারা আগামীতে যেকোনো আন্দোলন-সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।