কক্সবাজার বিশেষ প্রতিনিধি (ওসমান আল হুমাম) : আজ ২৫ জানুয়ারী শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ইসালামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা মুফতি ওসমানগনি চৌধুরীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের শীর্ষ আলেম, হ্নীলা জামেয়া দারুস সুন্নাহর সাবেক সিনিয়র মুহাদ্দিস, নিখিল টেকনাফ জমিয়াতুল উলামার সদর, বাংলাদেশ খেলাফত আন্দোলন কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমীর, ইসালামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টা আল্লামা আবুল কালাম আযাদ আজ রাত ০১.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
বিবৃতিতে আরও বলা হয়, আল্লামা আবুল কালাম আযাদ’র ইন্তেকালে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বহু অবদান রয়েছে। যে কোন ইসলাম বিরোধী অপশক্তির মোকাবেলায় তিনি প্রথম সারিতে থাকতেন, যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সূচীবদ্ধ। তিনি আমার উস্তাদ ছিলেন, যে কোন দ্বীনি আন্দোলনে আমাকে প্রায় সময় পরামর্শ দিয়ে সহযোগীতা করতেন। ইলমে প্রচার প্রসারে হযরতের ভূমিকা কওমী অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ইসালামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার সম্মানিত উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠন ও বড় বড় কওমী মাদ্রাসার পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য সহ বহু খেদমতের আঞ্জাম দিয়েছেন। তিনি পাতাবাড়ী জামেয়া এহইয়া উসসুন্নাহ্ মাদরাসায় বহুকাল যাবত সদর মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লেদা ইবনে আব্বাস রাঃ মাদ্রাসায় খেদমত রত ছিলেন তিনি।
এছাড়াও বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলার এই অন্যতম শীর্ষ আলেমের ইন্তেকালে কক্সবাজার জেলা শাখা গভীরভাবে শোকাহত। দেশজুড়ে আল্লামা আবুল কালাম আযাদ’র রূহানী সন্তান, শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর আলীশান দরবারে কায়মনোবাক্যে দু‘আ কামনা করি যেন তিনি তার সমস্ত ভুলক্রটি ক্ষমা করে জন্নাতের আলা মাকাম দান করুন। “আমীন”
উল্লেখ্য শনিবার ২৫ শে জানুয়ারি বাদ জোহর হ্নীলা রঙ্গীখালী ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়।