অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শিল্পাঞ্চল এলাকার শিল্পকারখানাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার নিমিত্তে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান প্রতিনিয়ত ময়মনসিংহ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান সমূহ সরেজমিনে পরিদর্শন করে আসছেন। এসময় কারখানার মালিক পক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকদের সাথে আইন- শৃঙ্খলা নিরাপত্তা, বেতন বোনাস সংক্রান্ত প্রভৃতি বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
অদ্য ইং ৩১/০৩/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান “শেফার্ড গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড” কারখানাটি পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি মহোদয় কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সংক্রান্ত খোঁজখবর নেন ও শিল্পপ্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে সরাসরি আলাপ আলোচনা করেন। আসন্ন মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা- বোনাস যথাসময়ে পরিশোধ করতে মালিক পক্ষকে নির্দেশ প্রদান করেন। শিল্প এলাকায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ও শ্রমিক অসন্তোষসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় শিল্পকারখানার শ্রমিক অসন্তোষ প্রতিরোধে সকলকে সচেতন থাকতে বলেন। সর্বপ্রকার শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা নিরসন করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে সহায়তা করতে অনুরোধ করেন। ইন্ডাস্ট্রিয়াল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক নিরাপত্তা ও সেবায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ইউনিটের ভালুকা সাবজোন-১ এর সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর বৃন্দ ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।